Monday, November 25, 2019

সফল উদ্যোক্তাদের মাঝে সনদপত্র বিতরণ

পল্লী পাতাঃ "বঙ্গবন্ধুর সুদমুক্ত ক্ষুদ্রঋণ ঘোঁচায় দৈন্য আনে সুদিন" এই মূলমন্ত্রকে উপজীব্য করে সারা দেশব্যাপী সমাজসেবা অধিদফতরের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে পল্লী সমাজসেবা কার্যক্রম। এরই অংশ হিসেবে মেহেরপুর জেলাতেও অত্যন্ত সাফল্যের সাথে এ কার্যক্রমের মাধ্যমে অসংখ্য নারী-পুরুষের আর্থ-সামাজিক ব্যবস্থার পরিবর্তন আনা সম্ভব হয়েছে। এই কার্যক্রমের আওতায় সুদমুক্ত আর্থ-সামাজিক স্কীম গ্রহনে করে অনেকেই হয়েছেন স্বাবলম্বী।মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের পুরন্দরপুর প্রকল্প গ্রামের সদস্যদের গল্পটাও ঠিক এমনই। আজ তাদের মাঝে ২৭৫০০০/- টাকা পুনঃবিনিয়োগ করা হয় এবং অন্যদের উৎসাহিত করার জন্য উদ্যোক্তাদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। 

Sunday, November 24, 2019

দগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসন কার্যক্রমঃ স্বপ্ন পূরণে সুবর্ণ সেবা

সুবর্ণ সেবাঃ দগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের আত্ন-কর্মসংস্থান এবং পুনর্বাসনে এক অনন্য উদ্যোগ সুদমুক্ত ক্ষুদ্রঋণ কার্যক্রম যাকে টিম মুজিবনগর নাম দিয়েছে সুবর্ণ সেবা। আজ এই সেবার একটি স্কীম তুলে দেয়া হল সুবর্ণ নাগরিক (দৃষ্টি প্রতিবন্ধী) নাজমুলের হাতে। বাবার মৃত্যের পর মাকে নিয়ে চলছে নাজমুলের জীবন সংগ্রাম। বাড়ির পাশেই তার ছোট্ট চা-বিস্কিটের দোকান। এই দোকানই তার শত স্বপ্নের সিড়ি যার উপর ভর করে সে এগিয়ে যেতে চাই। তাই তো পরিকল্পনা করেছে দোকানে কিছু মুদি সামগ্রী তোলার জন্য যাতে তার ব্যবসার পরিসর বাড়ে আর সামনের দিকে এগিয়ে যাওয়া যায়। ছোট্ট দোকানি তাই তো সে চাই না বড় কোন ঋনের বোঝা মাথায় নিতে।এক প্রতিবেশীর মাধ্যমে সে আমাদের অফিসে আসে এবং তার প্রয়োজ়নের কথা আমাকে জানাই। তার আবেদনের প্রেক্ষিতে জরিপ কার্য সম্পন্ন করে এবং প্রয়োজ়নীয় প্রক্রিয়া মেনে আজ তার হাতে তুলে দেয়া হয় দগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসন কার্যক্রম (সুবর্ণ সেবা) এর ১০০০০/- ক্ষুদ্র ব্যবসার আর্থ-সামাজিক স্কীম। এভাবেই স্বপ্ন পূরনের সিড়ি হয়ে সুবর্ণ সেবা নিয়ে শত মুখে হাসি ফোটাতে চাই টিম মুজিবনগর।