Sunday, October 27, 2019

1098 এর প্রচারণায় শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ

শিশুর সহায়তায় ফোন ১০৯৮ এর নিয়মিত প্রচারণার অংশ হিসেবে আজ মুজিবনগর উপজেলার কেদারগন্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়। বাল্যবিবাহ রোধসহ শিশুর প্রতি যে কোন ধরণের নিপীড়নমূলক আচরণ প্রতিরোধে কীভাবে একটি ফোন কল কার্যকরি ভূমিকা পালন করতে পারে তা সকলের মাঝে তুলে ধরা হয়। এসময় সকলের হাতে শোভা পায় ১০৯৮ পর স্টীকার আর কণ্ঠে ধ্বনিত হতে থাকে ১০৯৮। অংশগ্রহণকারী শিশুরা নিজেদের অনেক বেশি আত্নবিশ্বাসী মনে করেছে এমন একটি হেল্প লাইন পেয়ে। উপস্থিত সবাই আরো অবাক হয়েছে এটা জেনে যে এখানে কল করলে কোন টাকা খরচ হয় না। অনুষ্ঠান শেষে তারা দৃপ্তকণ্ঠে শপথ নেয় শিশুর প্রতি যে কোন ধরণের অন্যায়-অবিচার-অত্যাচার রুখে দিতে। আসুন শিশুর সহায়তায় ১০৯৮ কে তুলে ধরি সকলের মাঝে। ধন্যবাদ

Monday, October 21, 2019

সুবর্ণ সেবা- প্রতিবন্ধিতা জয়ের নায়ক কাজ়ী রফিকুল ইসলাম

গল্প নয় সত্যিঃ দুর্ঘটনায় পা হারিয়ে কাজী রফিকুল ইসলামকে বরণ করে নিতে হয় প্রতিবন্ধিতার নির্মম গ্লানি।হঠাৎ ফিকে হয়ে যায় স্বাভাবিক জীবনের স্বপ্ন। চিন্তা আর ভাবনায় শুধু কী নিজে আর নিজের করুন দশা? না, সবকিছু ছাপিয়ে পরিবার-পরিজন। কীভাবে চলবে জীবন সংসার? এ ভাবনাতেই যেন সর্বদা আচ্ছন্ন হয়ে থাকা। তাই, জীবনের প্রয়োজনে প্রতিবন্ধিতাকে জয়ে দৃঢ় প্রতিজ্ঞ তিনি। মোটামুটি সুস্থ হয়ে শুরু করন ছোট্ট মুদি ব্যবসা। চলাফেরার জন্য বেছে নিতে হয় হাতে ভরা করা স্ক্র্যাচার। এভাবেই চলতে থাকে ছোট্ট ব্যবসা ঘিরে বড় স্বপ্ন দেখা। কিন্তু পুঁজি তো স্বল্প! আর কিছু টাকা হলে আরেকটু স্বাচ্ছন্দ্যে এগিয়ে নেয়া যেত স্বপ্নের ব্যবসাটাকে।এই ছোট্ট ব্যবসায় আবার ছোট ঋণের বড় সুদের বোঝা- সেটাও তো কম ভাবনার নয়! এভাবেই চলতে থাকে দিনগুলো চিন্তার দোলাচালে। এরই এক পর্যায়ে তিনি আমাদের দগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসন কার্যক্রমের সেবা সম্পর্কে অবহিত হন। এবং আমাদের এর সুদমুক্ত ক্ষুদ্রঋণের আর্থ-সামাজিক স্কীম গ্রহন করে্ন। আমাদের এ সেবা তার কাছে তেমনটিই মনে হয়েছে তিনি যেমনটি চাচ্ছিলেন।তাইতো, আজ় তিনি তার স্বপ্নের দোকানটাকে সাজাতে পেরেছেন মনের মত করে। এখন তিনি সমাজের কাছে প্রতিবন্ধিতা জয়ের নায়ক। স্যালুট কাজী রফিকুল ইসলাম।

Sunday, October 20, 2019

Focusing 1098 at Community Level

The 1098 is a helpline directed by the Department of Social Services, Bangladesh.  To protect children from all forms of physical, mental, and sexual harassment this particular platform works 24/7. However, to reach the guardians and children at the community level, Upazila Social Services Office, Mujibnagar arranged an awareness building campaign in association with the Good Neighbor,  Bangladesh. In this campaign, we tried our best to make the participants aware about the rights and privileges if the children those who are the future of our country. And as a representative of the Department of the Social Services, I represented the essence and importance of 1098 in taking quick actions to prevent any types of abuse to the children. And we noted that this special helpline is totally toll-free. We hope it would bring a tremendous response at the community level in advertising 1098 for the betterment of the children.