Sunday, October 27, 2019

1098 এর প্রচারণায় শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ

শিশুর সহায়তায় ফোন ১০৯৮ এর নিয়মিত প্রচারণার অংশ হিসেবে আজ মুজিবনগর উপজেলার কেদারগন্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়। বাল্যবিবাহ রোধসহ শিশুর প্রতি যে কোন ধরণের নিপীড়নমূলক আচরণ প্রতিরোধে কীভাবে একটি ফোন কল কার্যকরি ভূমিকা পালন করতে পারে তা সকলের মাঝে তুলে ধরা হয়। এসময় সকলের হাতে শোভা পায় ১০৯৮ পর স্টীকার আর কণ্ঠে ধ্বনিত হতে থাকে ১০৯৮। অংশগ্রহণকারী শিশুরা নিজেদের অনেক বেশি আত্নবিশ্বাসী মনে করেছে এমন একটি হেল্প লাইন পেয়ে। উপস্থিত সবাই আরো অবাক হয়েছে এটা জেনে যে এখানে কল করলে কোন টাকা খরচ হয় না। অনুষ্ঠান শেষে তারা দৃপ্তকণ্ঠে শপথ নেয় শিশুর প্রতি যে কোন ধরণের অন্যায়-অবিচার-অত্যাচার রুখে দিতে। আসুন শিশুর সহায়তায় ১০৯৮ কে তুলে ধরি সকলের মাঝে। ধন্যবাদ

No comments:

Post a Comment