Wednesday, August 28, 2019

1098 এর প্রচারণায় উপজেলা সমাজসেবা কার্যালয়, মুজিবনগর, মেহেরপুর

দাপ্তরিক প্রতিবেদনঃ শিশুর সহায়তায় টোল ফ্রি ২৪/৭ হেল্প লাইন আছে সমাজসেবা অধিদফতর এর। দেশের যে কোন প্রান্ত থেকে যে কেউ যে কোন সময় কল করতে পারেন এই হেল্প লাইনে এবং শিশুর সহায়তায় চাইতে পারেন প্রয়োজনীয় সহযোগিতা। এই হেল্প লাইনেরই প্রচারণায় নানামুখী কার্যক্রম হাতে নিয়েছে উপজেলা সমাজসেবা কার্যালয়, মুজিবনগর, মেহেরপুর। এর মধ্যে অন্যতম হলো শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবক সম্মেলন। যার উদ্দেশ্য হলো ১০৯৮ এর বার্তা সকলের মাঝে পৌছে দেয়া। আর এই প্রচারণামূলক সভায় সার্বিক সহযোগিতা করছে "গুড নেইবার্স" নামের একটি বেসরকারি সংস্থা। এমনই এক সম্মেলনের আয়োজন করা হয় অদ্য ২৭/০৮/২০১৯ খ্রিঃ তারিখে যেখানে প্রায় এক হাজার মানুষের সমাগম ঘটে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ উসমান গনী, উপজেলা নির্বাহী অফিসার, মুজিবনগর, মেহেরপুর। এছাড়া উপজেলা পর্যায়ের অন্যান্য দপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে সকলের হাতে পৌছে দেয়া হয় ১০৯৮ এর লিফলেট, স্টিকার এবং কোর্ট পিন। ম্যানেজার, গুড নেইবার্স এর সাথে আলাপ করা হয় যেন তাদের অফিসিয়াল বিভিন্ন প্রকাশনায় ১০৯৮ কে সন্নিবেশিত ককরা হয়। উনি বিষয়টি গুরুত্বের সাথে নিয়েছেন এবং আমাকে এ ব্যাপারে আশ্বস্ত করেছেন। আসুন আমার আপনার সকলের জায়গা থেকে শিশুর সহায়তায় ১০৯৮ কে তুলে ধরি সকলের মাঝে। ধন্যবাদ
             

Thursday, August 8, 2019

সুবর্ণ সেবায় স্বচ্ছল বাবুর আলী

গল্প নয় সত্যি-০৫ঃ আজ আমার গল্প নয় সত্যি পর্বে আপনাদের পরিচয় করিয়ে দিব জীবনযুদ্ধে একজন সফল নায়কের সাথে যার নাম মোঃ বাবুর আলী। বর্তমানে তিনি পেশায় একজন চায়ের দোকানী। স্বাধীন বাংলাদেশের প্রথম রাজধানী খ্যাত মুজিবনগর এ যারা এসেছেন তাদের অনেকেরই হয়তো চোখ পড়েছে তার দোকানের দিকে। কারণ তার দোকান পেরিয়েই যেতে হয় স্বাধীন বাংলাদেশের সূর্যোদয় যেখানে হয়েছিল সেই আম্রকাননে। আজ তার দোকানে গিয়ে সরেজমিনে তার খোজখবর নেয় সমাজসেবার টীম মুজিবনগর। তার সাথে কথা বলে  জানা যায় মাত্র এগার বছর বয়সে একটি দুর্ঘটনায় তিনি তার পায়ে মারাত্নক জখমের শিকার হন এবং স্বাভাবিকভাবে চলাফেরার ক্ষমতা হারান। মূলত, তখন থেকেই শুরু হয় তার জীবনযুদ্ধ। ভূমিহীন বাবুর আলী শত সমস্যার মাঝেও স্বপ্ন দেখত নিজে কিছু করার এবং পরিবার ও সমাজে অবদান রাখার। কিন্তু স্বপ্ন জয়ের সে পথ মোটেও সহজ ছিল না। সময়ের আবর্তে হয় তার নিজ পরিবার এবং আজ তিনি দুই সন্তানের গর্বিত জনক। পরিবার-পরিজন নিয়ে বেচে থাকার তাগিদে মুজিবনগর স্মৃতি সৌধে যাওয়ার মূল রাস্তার পাশেই তিনি একটি ছোট্ট চায়ের দোকান দে্ন। কিন্তু স্বল্প পুজিতে ব্যবসা চালানো তার জন্য কঠিন হয়ে যায়। নানান কিছু ভেবে মাথায় আসে ঋণের কথা, কিন্তু তা তো সুদে ভরা, চিন্তা হয় কীভাবে দিবে সে প্রতি সপ্তাহে কিস্তি? মনে যখন দুশ্চিন্তার ঘনঘটা তখন সে তারই এক প্রতিবেশীর মাধ্যমে জানতে পারেন সমাজসেবার দগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসন কার্যক্রমের আওতায় সুদমুক্ত ক্ষুদ্রঋণের কথা। এ সেবার সকল বিষয় বুঝে-শুনে তিনি একটি স্কীম গ্রহন করেন এবং তার ব্যবসায় বিনিয়োগ করে। রাস্তার মোড়ে যাত্রী ছাউনের পাশে বাবুর আলীর রং চা আজ সবার প্রিয়। তাই, আমরাও ভুল করি নাই তার দোকানের চায়ের কাপে চুমুক দিতে। এভাবেই লাখো বাবুর আলীর সামাজিক সুরক্ষায় পাশে আছি আমরা তথা সমাজসেবা অধিদফতর। ধন্যবাদ সবাইকে।


Thursday, August 1, 2019

যুবদের আত্নকর্মসংস্থানে পল্লী সমাজসেবা কার্যক্রম

গল্প নয় সত্যি ০৪ঃ 'বঙ্গবন্ধুর সুদমুক্ত ক্ষুদ্রঋণ ঘোচায় দৈন্য আনে সুদিন' এই প্রতিপাদ্যকে উপজীব্য করে ১৯৭৪ সালে দেশের ১৯ টি থানায় শুরু হয় পল্লী সমাজসেবা কার্যক্রম। স্বনির্ভর গ্রামীণ অর্থনীতির বিকাশে আজ এই কার্যক্রম সারা দেশব্যাপী সর্বজন বিদিত। দেশের অন্যান্য উপজেলার মতই স্বাধীনতার পূণ্যভূমি খ্যাত মুজিবনগর উপজেলাতেও অত্যন্ত সফলতার সহিত পরিচালিত হচ্ছে এই কার্যক্রম। এ উপজেলার পিছিয়ে পড়া, অসহায়, দরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক ব্যবস্থার মূল স্রোতধারায় সংযুক্ত করতে সহস্র সেবাগ্রহীতার মাঝে ছড়িয়ে দেওয়া হয়েছে এই মহৎ কার্যক্রম। অনেকের মধ্য থেকে আজ তুলে ধরতে চায় আত্নপ্রত্যয়ী যুবক রওনাকের গল্প। একসমের হতাশগ্রস্ত যুবক রওনাক আজ আত্নবিশ্বাসী যুবক। আর তার আত্নপ্রত্যয়ের ভিত তৈরি হয় পল্লী সমাজসেবা কার্যক্রমের একজন সদস্য হওয়ার মাধ্যমে। গত বছর রওনাক ছাগল পালন স্কীম নিয়ে উন্নত জাতের ছাগল কিনে পারিবারিক পর্যায়ে খামার গড়ে তোলে। এবছর সে তার খামারকে আরো বড় করার পরিকল্পনায় পুনরায় পুনঃবিনিয়োগের স্কীম গ্রহন করেছে। আশেপাশের অনেক যুবকের কাছে আজ  তাই রওনাক আদর্শ।

রওনাকের ছাগলের খামারে আজ কিছুক্ষন