Wednesday, August 28, 2019

1098 এর প্রচারণায় উপজেলা সমাজসেবা কার্যালয়, মুজিবনগর, মেহেরপুর

দাপ্তরিক প্রতিবেদনঃ শিশুর সহায়তায় টোল ফ্রি ২৪/৭ হেল্প লাইন আছে সমাজসেবা অধিদফতর এর। দেশের যে কোন প্রান্ত থেকে যে কেউ যে কোন সময় কল করতে পারেন এই হেল্প লাইনে এবং শিশুর সহায়তায় চাইতে পারেন প্রয়োজনীয় সহযোগিতা। এই হেল্প লাইনেরই প্রচারণায় নানামুখী কার্যক্রম হাতে নিয়েছে উপজেলা সমাজসেবা কার্যালয়, মুজিবনগর, মেহেরপুর। এর মধ্যে অন্যতম হলো শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবক সম্মেলন। যার উদ্দেশ্য হলো ১০৯৮ এর বার্তা সকলের মাঝে পৌছে দেয়া। আর এই প্রচারণামূলক সভায় সার্বিক সহযোগিতা করছে "গুড নেইবার্স" নামের একটি বেসরকারি সংস্থা। এমনই এক সম্মেলনের আয়োজন করা হয় অদ্য ২৭/০৮/২০১৯ খ্রিঃ তারিখে যেখানে প্রায় এক হাজার মানুষের সমাগম ঘটে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ উসমান গনী, উপজেলা নির্বাহী অফিসার, মুজিবনগর, মেহেরপুর। এছাড়া উপজেলা পর্যায়ের অন্যান্য দপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে সকলের হাতে পৌছে দেয়া হয় ১০৯৮ এর লিফলেট, স্টিকার এবং কোর্ট পিন। ম্যানেজার, গুড নেইবার্স এর সাথে আলাপ করা হয় যেন তাদের অফিসিয়াল বিভিন্ন প্রকাশনায় ১০৯৮ কে সন্নিবেশিত ককরা হয়। উনি বিষয়টি গুরুত্বের সাথে নিয়েছেন এবং আমাকে এ ব্যাপারে আশ্বস্ত করেছেন। আসুন আমার আপনার সকলের জায়গা থেকে শিশুর সহায়তায় ১০৯৮ কে তুলে ধরি সকলের মাঝে। ধন্যবাদ
             

No comments:

Post a Comment