Monday, September 2, 2019

ভাগ্য বদলে পল্লী সমাজসেবা কার্যক্রমের চার লক্ষ দশ হাজার টাকার আর্থ-সামাজিক স্কীম বিতরন

পল্লী পাতাঃ 'বঙ্গবন্ধুুর ক্ষুদ্রঋণ ঘোঁচায় দৈন্য আনে সুদিন' এই মূলমন্ত্র কে উপজীব্য করে ১৯৭৪ সালে থেকে শুরু হওয়া পল্লী সমাজসেবা কার্যক্রম দেশের আর্থ-সামাজিকভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে আজ সর্বজন সমাদৃত। দেশের অন্যান্য উপজেলার মতই মেহেরপুরের মুজিবনগর উপজেলায় অত্যন্ত সাফল্যের সাথে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ উপজেলার দারিয়াপুর ইউনিয়নের খানপর গ্রামে  গত বছর সুদমুক্তের মূল বিনিয়োগ করা হয়। চোখে-মুখে অনেক উচ্ছ্বাস আর মন ভরা প্রত্যয় নিয়ে আর্থ-সামাজিক স্কীম গ্রহন করেন এই প্রকল্প গ্রামের সম্মানিত সদস্যরা। পল্লী সমাজসেবা কার্যক্রম বাস্তবায়ন নীতিমালার আলোকে সময় মতো বিনিয়োগকৃত অর্থ আদায় হওয়ায় তাদের মাঝে আজ পুনঃবিনিয়োগের লক্ষ্যে উঠান বৈঠকের আয়োজন করা হয়। এবং সদস্যদের মাঝে আর্থ-সামাজিকে স্কীমের আওতায় ৪,১্‌০,০০০/- পুনঃবিনিয়োগ করা হয়।   উঠান বৈঠকে তারা তাদের সফলতার গল্প গুলো তুলে ধরেন। আমাদের আর্থ-সামাজিক স্কীম কীভাবে তাদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী করেছে আর কীভাবে তার আজ পরিবারের অন্যতম সিদ্ধান্ত গ্রহনকারী সে কথাগুলোও উঠে এসেছে আজকের এই উঠান বৈঠকে। এটাই বুঝি পল্লী সমাজসেবার সৌন্দর্য আর এখানের আমাদের সফলতা।



No comments:

Post a Comment