Thursday, September 26, 2019

1098-শিশুর সুরক্ষায় গণস্বাক্ষরতা কর্মসূচি

শিশুর সুরক্ষা এবং তাদের অধিকার রক্ষায় আজ মুজিবনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আলোচনা অনুষ্ঠান এবং গণস্বাক্ষরতা কর্মসূচির আয়োজন করা হয়। Australian Aid এর পৃষ্ঠপোষকতায় এবং Good Neighbors Bangladesh এর সার্বিক তত্ত্বাবধানে এ আয়োজন সম্পন্ন হয়। উক্ত অনুষ্ঠানের একজন আলোচক হিসেবে আমার সুযোগ হয় শিশুদের সুরক্ষায় এবং সহায়তায় সমাজসেবা অধিদফতরের কার্যক্রম তুলে ধরতে। ইতোমধ্যেই, মুজিবনগরের বিভিন্ন বিদ্যালয় এবং কমিউনিটি পর্যায়ে শিশুর সহায়তায় আমাদের অনন্য প্রয়াস শিশুর সহায়তায়-১০৯৮ কে তুলে ধরতে সক্ষম হয়েছি। এখন মুজিবনগর শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকদের কাছে ১০৯৮ একটি সুপরিচিত হেল্পলাইন। আজ আবারো সুযোগ হয় শিশুর সহায়তায় আমাদের ১০৯৮ কীভাবে কাজ় করছে তা সকলের মাঝে তুলে ধরতে। উপস্থিত কিশোরীরা উচ্ছ্বসিত হয়েছে তাদের কন্ঠে ১০৯৮ কে ধ্বনিত করার মধ্য দিয়ে। তারা শপথ করেছে তারাই রুখবে বাল্যবিবাহ ১০৯৮ এ কল করে। শিশুর সহায়তায়- ১০৯৮ এর একজন সামান্য ফেরিওয়ালা হিসেবে এটাই বড় প্রাপ্তি। তবে, আমাদের এই প্লাটফর্মকে আরো কার্যকরিভাবে সবার মাঝে তুলে ধরতে আরো কাজ় করতে হবে। গত কয়েকমাসের প্রচেষ্টায় ১০৯৮ কে নিয়ে মাথায় অনেক পরিকল্পনা কাজ করেছে যদি কখনো সুযোগ পায় তা কাজে লাগাব ইনশাল্লাহ। আসুন সবাই এগিয়ে আসি/ ১০৯৮ কে শিশুর সহায়তায় সবার মাঝে তুলে ধরি। ধন্যবাদ সবাইকে

No comments:

Post a Comment