Monday, September 23, 2019

পল্লী মাতৃকেন্দ্রের সদস্যা-সম্পাদিকাদের দক্ষতা বৃদ্ধিতে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন

পল্লী পাতা- পল্লী অঞ্চলের নারীদের আর্থ-সামাজিক অবস্থার মূল স্রোতধারায় সংযুক্ত করতে এবং শক্তিশালী গ্রামীণ অর্থনীতির বিকাশে ১৯৭৫ সাল থেকে সমাসজেবা অধিদফতর পল্লী মাতৃকেন্দ্র কার্যক্রম চালিয়ে আসছে। পল্লী এলাকার লক্ষ্যভুক্ত দরিদ্র নারীদের সংগঠিত করে দারিদ্র্য জয়ের মধ্য দিয়ে নিজস্ব পুঁজি গঠনই এ কার্যক্রমের মূল উদ্দেশ্য। বর্তমানে দেশের ৬৪ জেলার ৩১৮টি উপজেলায় এ কর্মসূচি চালু রয়েছে। দেশের অন্যান্য উপজেলার ন্যায় মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলাতেও এ কার্যক্রম অত্যন্ত সফলতার সাথে পরিচালিত হয়ে আসছে।
এছাড়া সম্প্রতি মুজিবনগর উপজেলায় পল্লী মাতৃকেন্দ্রের সম্প্রসারিত কার্যক্রম চালু করেছে সরকার। এরই আওতায় সদ্য গঠিত ১০ টি পল্লী মাতৃকেন্দ্রের ১০ জন সম্পাদিকা এবং ৫ জন সদস্যাদের নিয়ে উপজেলা সমাজসেবা কার্যালয়, মুজিবনগর এ আয়োজ়ন করা হয় ০২ দিনব্যাপি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন। এই প্রশিক্ষনে অংশগ্রহনকারীরা পল্লী মাতৃকেন্দ্র কার্যক্রম সম্পর্কে সম্যক ধারনা লাভ করেন। এছাড়া, প্রশিক্ষন মডিউলে শিক্ষা, স্বাস্থ্য, নারী ও শিশুর অধিকার ইত্যাদি বিষয় অন্তর্ভুক্ত করা হয়। উপজেলা সমাজসেবা অফিসারের সঞ্চালনায় এই প্রশিক্ষন কার্যক্রমে রিসোর্স পার্সন হিসেবে অংশগ্রহন করেন উপপরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, মুজিবনগর, উপজেলা নির্বাহী অফিসার, মুজিবনগর, মেহেরপুর, সহকারি পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, মেহেরপুর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রমুখ। প্রশিক্ষন শেষে অংশগ্রহনকারীরা একটি সফল এবং কার্যকরি পল্লী মাতৃকেন্দ্র গঠনের মাধ্যমে দারিদ্র্য জয়ের দৃপ্ত শপথ গ্রহন করেন।
প্রশিক্ষনের শেষ দিনে প্রশিক্ষনার্থীদের সাথে

No comments:

Post a Comment