Sunday, September 22, 2019

মুজিবনগরে যাত্রা শুরু মুক্তা পানির

আমরাই করব মুক্তা পানির প্রচার এই প্রত্যয় থেকেই আজ শুরু হলো মুজিবনগর উপজেলায় মুক্তা পানির ব্যবহার। দেশের সুবর্ণ নাগরিকদের তৈরি মুক্তা পানির ব্যবহার নিশ্চিত করার যে স্বপ্ন দেখেছিলাম আজ তার বাস্তব রূপ পেল ভাবতেই ভালো লাগছে।জেলা তথ্য অফিসের আয়োজনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ফরহাদ হোসেনে মহোদয়ের সাথে মতবিনিময় সভায় মুক্তা পানি পরিবেশন করা হয়। সহস্রাধিক লোকের এ অনুষ্ঠানে সকলের হাতে শোভা পায় মুক্তা পানির সুদৃশ্য বোতল। এক্ষেত্রে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি জনাব মোঃ উসমান গনী, উপজেলা নির্বাহী  অফিসার,  মুজিবনগর মহোদয়কে অন্য পানির পরিবর্তে মুক্তা পানির ব্যবহার নিশ্চিত করার জন্য। এ মাসের উপজেলা মাসিক সমন্বয় সভাতে নির্বাহী অফিসার মহোদয়ের অনুমতিক্রমে মুক্তা পানির উপর একটি প্রেজেন্টেশন দিয়েছিলাম যা ইতোমধ্যেই আপনাদের সাথে শেয়ার করেছি। আজ সেই ক্ষুদ্র প্রয়াসের সফল বাস্তবায়ন দেখে অত্যন্ত আনন্দ অনুভব করছি। আসুন আমাদের প্রতিবন্ধী ভাই-বোনদের অতি কষ্টের মুক্তা পানি ছড়িয়ে দিই সকলের মাঝে আর অবদান রাখি তাদের কল্যাণে। ধন্যবাদ সবাইকে   
                   

No comments:

Post a Comment