Monday, July 22, 2019

সবার প্রিয় সিরাজুলের বেডিং স্টোর

গল্প নয় সতি-০৩ঃ সিরাজুল ইসলাম একজন শারীরিক প্রতিবন্ধী (সুবর্ণ নাগরিক)। জন্মগতভাবেই শারীরিক প্রতিবন্ধিতা নিয়ে বেড়ে ওঠা সিরাজ বর্তমানে একজন সফল ব্যবসায়ী। মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজারে গড়ে তুলেছেন তার বেডিং এর ব্যবসা যেখান কর্মসংস্থান হয়েছে আরো দু'জনের। লেপ, তোষক, বালিশ এবং প্রভৃতি সেলাইয়ের কাজ চলে এই দোকানে। ক্রেতা সাধারনের মাঝেও সিরাজের দোকানের তৈরি পণ্যের চাহিদাও বেশ। সবমিলিয়ে ভালোই চলছে তার ব্যবসা ও পরিবার। তবে এই গল্পের শুরুটা এতো ভালো ছিল না তার। শারীরিক প্রতিবন্ধী হওয়ার কারণে আর পাঁচ জন স্বাভাবিক মানুষের মতো ছিল না তার জীবন। জীবন জীবিকার জটিল সমীকরণ তার জন্য ছিল আরো কঠিন। এর মাঝে হয়ে গেছে নিজ পরিবার আর সন্তান-সন্ততি। সবার মুখে দু'বেলা দুমুঠো খাবার তুলে দিতে তাকে যে কিছু একটা করতেই হবে। সেই প্রত্যয় থেকেই তার মাথায় আসে একটি সেলাই মেশিন কিনতে পারলে এক জায়গাতে বসেই সে কোনরকমে হয়তো কিছু উপার্জন করে পরিবারের সবাইকে নিয়ে জীবনধারন করতে পারবে। তবে সেলাই মেশিন আর আনুষঙ্গিক উপকরণ ক্রয়ের মতো সামর্থ্য তো তার নেই। বিভিন্ন এনজিওর দোয়ারে ঘুরে হতাশ হন তাদের চড়া সুদের হার আর কিস্তির ধরণে। আশার প্রদীপ যখন নিভু নিভু করছে তখন সে জানতে পারে সমাজসেবার দগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসন কার্যক্রমের আওতায় সহজ শর্তে সুদমুক্ত  ঋণের কথা। তার আগ্রহ আর আশার বাস্তবায়নে এগিয়ে আসে উপজেলা সমাজসেবা কার্যলয়, মুজিবনগর, মেহেরপুর। সমাজসেবার এই সুবর্ণ সেবা নিয়ে আজ সে সমাজের চোখে এক অনুকরণীয় উদাহরণ। 
সিরাজের (মাঝে) দোকানে আজ কার্যক্রম বোর্ড লাগানো হয়

Wednesday, July 17, 2019

গ্রামীণ অর্থনীতির নিরব কারিগর ফাতেমারা

দারিদ্র্য জয়ের স্বপ্ন নিয়েঃ আমরা জানি, আমাদের গ্রামীণ অর্থনীতির চালিকাশক্তি হয়ে নিরবেই নিরলস পরিশ্রম করে যান এদেশের হাজারো পল্লী গাঁয়ের লাখো নারীরা। আর্থ-সামাজিক উন্নয়নেও তাদের অমূল্য অবদান অনস্বীকার্য। অনেকটা নিজ উদ্যোগ আর প্রচেষ্টাতেই তারা এগিয়ে নিয়ে যাচ্ছে আমাদের গ্রামীণ অর্থনীতিকে। এমনই একজন ফাতেমা বেগম, দুই সন্তান আর স্বামীকে নিয়ে যার টানাটানির সংসার। এর মাঝে ছেলে আবার বুদ্ধি প্রতিবন্ধী (সুবর্ণ নাগরিক)। বসতবাড়ির জায়গা ছাড়া কোন কৃষি জমি না থাকাই তার স্বামীকে সারা বছর অন্যের ক্ষেতেই কাজ করে জীবিকা নির্বাহ করতে হয়। ফাতেম ভাবতে থাকে এভাবে আর কতো সে নিজেও তো কিছু করে পরিবারের আর্থিক অনটন কাটাতে ভূমিকা রাখতে পারে। সেই ভাবনা থেকেই সে গাভী পালনের সিদ্ধান্তে নেয় যার ফলে পরিবারের আর্থিক অনটনও ঘোচাবে আবার পুষ্টির চাহিদাও মেটানো যাবে। বাড়ির আঙ্গিনাতেই সে একটি ছোট্ট গোয়াল করেছে। কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় গাভী ক্রয়ের পুজি নিয়ে। স্বামীর আয় থেকে অনেক কষ্টে একটু একটু করে যা জমানো হয়েছে তাতে তো আর গাভী হবে না। তার এই ভাবনার কথা ঐ প্রকল্প গ্রামের সভাপতির মাধ্যমে জানতে পারে সংশ্লিষ্ট ইউনিয়ন সমাজকর্মী। তাঁর থেকে সব কিছু জেনে-শুনে যথাযথ নিয়ম মেনে পল্লী সমাজসেবা কার্যক্রমের আওতায় গাভী পালন স্কীম দিয়ে ফাতেমার স্বপ্ন পূরণে এগিয়ে আসে উপজেলা সমাজসেবা কার্যালয়, মুজিবনগর, মেহেরপুর। এমনি করেই হাজারো ফাতেমার স্বপ্ন পূরণ হোক সমাজসেবা অধিদফতরের মাধ্যমে।
গাভী পালন স্কীম তুলে দেয়া হচ্ছে ফাতেমার হাতে

Tuesday, July 16, 2019

গরু-ছাগলের পারিবারিক খামারে সফল গোলাম রহমান

গল্প নয় সত্যি-০২ঃ মোঃ গোলাম রহমান, একজন শারীরিক প্রতিবন্ধী (সুবর্ণ নাগরিক)। তবে একসময় সে সুস্থ স্বাভাবিক মানুষই ছিলেন। আজ থেকে কয়েক বছর আগের কথা-প্রতিদিনের মতো সেদিনও সে বের হয়েছিল জীবিকার সন্ধানে। কিন্তু সেদিন তার জন্য অভিশাপ হয়ে আসে। হঠাৎ দুর্ঘটনায় সব কিছু এলোমেলো করে দেয় দিনমজুর গোলামের জীবনকে। পরিবার সংসার আর নিজের চিকিৎসা নিয়ে উদ্বেগ আর উৎকন্ঠায় বিষাদ হয়ে যায় জীবনটা। ঘুরে দাড়ানোর অদম্য ইচ্ছে নিয়ে খুজতে থাকে স্বাভাবিক জীবনে ফিরে আসার উপায়-পারিবারিক আর আর্থিক জীবনে অবদান রাখার পথ। বিভিন্ন সময়ে নানান কিছু ভাবলেও শারীরিক সক্ষমতা বাধা হয়ে দাঁড়ায়। আশা-হতাশার দোলাচালে দিন কাটতে থাকে। জীবনের অনুভূতিগুলো বিবর্ণ হয়ে যায় জন্মগতভাবে প্রতিবন্ধি ছেলে আর শত দুঃখ নিরবে সহে যাওয়া সহধর্মিণীর মুখে তাকিয়ে। শত সমস্যার মাঝেও  সে সম্ভাবনা খুজে পায় পারিবারিক গরু-ছাগলের খামারের মাঝে। সব ঠিক আছে-কিন্তু এত টাকা! তো তার নেই। যদি সে কিছু টাকা পেত তাহলে হয়তো আবারো পরিবার-পরিজন নিয়ে ঘুরে দাড়াতে পারতো। তার এই ভাবনাকে বাস্তবে রূপ দিতে এগিয়ে আসে উপজেলা সমাজসেবা কার্যালয়, মুজিবনগর, মেহেরপুর। তাকে দেওয়া হয় দগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসন কার্যক্রমের আওতায় গবাদি পশু পালন স্কীম। পরিশ্রমী আর দৃঢ়চেতা গোলাম রহমান আজ সফল তার স্বপ্ন বাস্তবায়নে।আর এমনি করেই গোলাম রহমানের মত দেশের হাজারো মানুষের ঘুরে দাড়ানোর গল্প রচনা করে চলেছে সমাজসেবা অধিদফতর।
পুনঃবিনিয়োগের স্কীম তুলে দেওয়া হচ্ছে গোলাম রহমানের হাতে

Monday, July 15, 2019

প্রতিবন্ধিতাকে জয় করেছেন ফ্রান্সিস দফাদার

গল্প নয় সত্যিঃ ফ্রান্সিস দফাদার একজন শারীরিক প্রতিবন্ধী (সুবর্ণ নাগরিক)। জন্মগত শারীরিক অস্বাভাবিকতা নিয়ে বেড়ে ওঠা ফ্রান্সিসেরও সমাজের আর পাঁচ জন স্বাভাবিক মানুষের মতোই স্বপ্ন ছিল বড় হয়ে তার অভাবী পরিবারের হাল ধরা আর কারো কাছে বোঝা না হওয়া। নিজে কিছু করে তার দুঃখিনী মায়ের মুখে হাসি ফুটানোর অদম্য ইচ্ছে থাকলেও বাধা হয় আর্থিক অনটন। কিন্তু সে দমে যাওয়ার পাত্র নয়। নিজের শারীরিক সক্ষমতার সাথে সামঞ্জস্য এমন কিছু করার জন্য সে দিন-রাত ভাবতে থাকে। যদি সে কিছু টাকা পেত তাহলে বাড়ির পাশেই একটি চায়ের দোকান করতো। এরই মধ্যে তার সাথে যোগাযোগ হয় সংশ্লিষ্ট ইউনয়নের সমাজকর্মীর সাথে। তার নিজের পায়ে দাড়ানোর অদম্য ইচ্ছের কথা শুনে তাকে আমাদের দগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসন কার্যক্রমের আওতায় সুদমুক্ত ক্ষুদ্র ঋণের বিস্তারিত বলেন আমাদের ইউনিয়ন সমাজকর্মী। সে এই সেবার বিষয়ে জেনে খুবই খুশি হয় এবং ক্ষুদ্র ব্যবসার উপর গতবছর একটি স্কীম গ্রহন করে। এবং এই টাকা দিয়ে শুরু করে তার স্বপ্ন জয়ের যাত্রা। বাড়ির পাশেই দোকান করে এবং শুরু হয় তার চায়ের ব্যবসা। এখান থেকেই তার যা আয় হয় তা দিয়ে ভালোই চলছে মাকে নিয়ে তার ছোট্ট পরিবার। মায়ের দায়িত্ব নিতে পেরে সে নিজেও খুশি আর ছেলে কারো বোঝা নয় এই ভেবে মাও খুশি। এভাবেই হাজারো মায়ের মুখে হাসি ফুটিয়ে চলেছি আমরা সারা দেশ ব্যাপী। 

Thursday, July 11, 2019

ভাতার টাকা ভাতাভোগীর বাড়িতে পৌছে দেয়া হলো।

ডিজিটাল সমাজসেবার রূপকার সমাজসেবা অধিদফতরের সুযোগ্য মহাপরিচালক জনাব গাজী মোহাম্মদ নূরুল কবির স্যার এর নির্দেশনায় প্রতিবন্ধী ভাতাভোগী ছাদেকা খাতুনের বাড়িতে গিয়ে  ভাতার টাকা বুঝিয়ে দেয় টীম মুজিবনগর। এভাবেই তাৎক্ষণিক সেবা দিয়ে এদেশের সকল সুবর্ণ নাগরিকদের সুরক্ষিত করতে বদ্ধপরিকর আমরা সমাজসেবা পরিবার।

Tuesday, July 9, 2019

সমাজসেবার সেবা নিতে কোন প্রকার টাকার প্রয়োজন হয় না

মোঃ আত্তাব আলি। একজন সুবর্ণ নাগরিক। বাড়ী ভাঙ্গার সময় সে তার ভাতা পরিশোধ বহি হারিয়ে ফেলে। সে বিষয়টি সংশ্লিষ্ট ইউপি সদস্যকে শেয়ার করে। জনৈক সদস্য নানান জটিলতার কথা বলে তার কাছে টাকা চাই। কিন্তু সে তাকে টাকা না দিয়ে বুকে ভরসা রেখে চলে আসে আমার অফিসে। আমি পুরো বিষয়টা শুনে তাকে এখুনি ডুপ্লিকেট বহি প্রদানের আশ্বাস দিই। এবং আমাদের সকল সেবা সম্পর্কে আমাদের অবস্থান তাকে বুঝিয়ে বলাতে তার ভুল ভাঙ্গে।
*সমাজসেবার সেবা নিতে কোন প্রকার টাকার প্রয়োজন হয় না*
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
ভালো লাগলো নিজেদের অবস্থান পরিষ্কার করে
আবার শঙ্কাও জাগে যে আমাদের নাম ভাঙ্গিয়ে কেউ অবৈধ সুবিধা নিচ্ছে না তো?

সংশ্লিষ্ট ইউনিয়ন সমাজকর্মীকে ধন্যবাদ জানাচ্ছি।
 — 

আর্থ-সামাজিক উন্নয়নে সুদমুক্ত ক্ষুদ্রঋণ বিতরণ


সমাজসেবা অধিদফতর কর্তৃক মাঠ পর্যায়ে পরিচালিত সকল ধরনের সুদমুক্ত ক্ষুদ্রঋণ কার্যক্রম বাস্তবায়নে গতিশীলতা আনয়নের অন্যতম মাধ্যম হচ্ছে উঠান বৈঠক। আর এই নিয়মিত আয়োজনের আজকের দিনে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, মুজিবনগর, মেহেরপুর। উঠান বৈঠক
শেষে উপকারভোগীদের মাঝে আর্থ-সামাজিক উন্নয়নে বিভিন্ন স্কীমে ক্ষুদ্রঋণ বিতরণ করা হয়।
বিশেষ কৃতজ্ঞতা উপপরিচালক স্যারকে সার্বিক দিকনির্দেশনার জন্য।