Tuesday, July 9, 2019

সমাজসেবার সেবা নিতে কোন প্রকার টাকার প্রয়োজন হয় না

মোঃ আত্তাব আলি। একজন সুবর্ণ নাগরিক। বাড়ী ভাঙ্গার সময় সে তার ভাতা পরিশোধ বহি হারিয়ে ফেলে। সে বিষয়টি সংশ্লিষ্ট ইউপি সদস্যকে শেয়ার করে। জনৈক সদস্য নানান জটিলতার কথা বলে তার কাছে টাকা চাই। কিন্তু সে তাকে টাকা না দিয়ে বুকে ভরসা রেখে চলে আসে আমার অফিসে। আমি পুরো বিষয়টা শুনে তাকে এখুনি ডুপ্লিকেট বহি প্রদানের আশ্বাস দিই। এবং আমাদের সকল সেবা সম্পর্কে আমাদের অবস্থান তাকে বুঝিয়ে বলাতে তার ভুল ভাঙ্গে।
*সমাজসেবার সেবা নিতে কোন প্রকার টাকার প্রয়োজন হয় না*
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
ভালো লাগলো নিজেদের অবস্থান পরিষ্কার করে
আবার শঙ্কাও জাগে যে আমাদের নাম ভাঙ্গিয়ে কেউ অবৈধ সুবিধা নিচ্ছে না তো?

সংশ্লিষ্ট ইউনিয়ন সমাজকর্মীকে ধন্যবাদ জানাচ্ছি।
 — 

No comments:

Post a Comment