Tuesday, July 16, 2019

গরু-ছাগলের পারিবারিক খামারে সফল গোলাম রহমান

গল্প নয় সত্যি-০২ঃ মোঃ গোলাম রহমান, একজন শারীরিক প্রতিবন্ধী (সুবর্ণ নাগরিক)। তবে একসময় সে সুস্থ স্বাভাবিক মানুষই ছিলেন। আজ থেকে কয়েক বছর আগের কথা-প্রতিদিনের মতো সেদিনও সে বের হয়েছিল জীবিকার সন্ধানে। কিন্তু সেদিন তার জন্য অভিশাপ হয়ে আসে। হঠাৎ দুর্ঘটনায় সব কিছু এলোমেলো করে দেয় দিনমজুর গোলামের জীবনকে। পরিবার সংসার আর নিজের চিকিৎসা নিয়ে উদ্বেগ আর উৎকন্ঠায় বিষাদ হয়ে যায় জীবনটা। ঘুরে দাড়ানোর অদম্য ইচ্ছে নিয়ে খুজতে থাকে স্বাভাবিক জীবনে ফিরে আসার উপায়-পারিবারিক আর আর্থিক জীবনে অবদান রাখার পথ। বিভিন্ন সময়ে নানান কিছু ভাবলেও শারীরিক সক্ষমতা বাধা হয়ে দাঁড়ায়। আশা-হতাশার দোলাচালে দিন কাটতে থাকে। জীবনের অনুভূতিগুলো বিবর্ণ হয়ে যায় জন্মগতভাবে প্রতিবন্ধি ছেলে আর শত দুঃখ নিরবে সহে যাওয়া সহধর্মিণীর মুখে তাকিয়ে। শত সমস্যার মাঝেও  সে সম্ভাবনা খুজে পায় পারিবারিক গরু-ছাগলের খামারের মাঝে। সব ঠিক আছে-কিন্তু এত টাকা! তো তার নেই। যদি সে কিছু টাকা পেত তাহলে হয়তো আবারো পরিবার-পরিজন নিয়ে ঘুরে দাড়াতে পারতো। তার এই ভাবনাকে বাস্তবে রূপ দিতে এগিয়ে আসে উপজেলা সমাজসেবা কার্যালয়, মুজিবনগর, মেহেরপুর। তাকে দেওয়া হয় দগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসন কার্যক্রমের আওতায় গবাদি পশু পালন স্কীম। পরিশ্রমী আর দৃঢ়চেতা গোলাম রহমান আজ সফল তার স্বপ্ন বাস্তবায়নে।আর এমনি করেই গোলাম রহমানের মত দেশের হাজারো মানুষের ঘুরে দাড়ানোর গল্প রচনা করে চলেছে সমাজসেবা অধিদফতর।
পুনঃবিনিয়োগের স্কীম তুলে দেওয়া হচ্ছে গোলাম রহমানের হাতে

No comments:

Post a Comment