Wednesday, July 17, 2019

গ্রামীণ অর্থনীতির নিরব কারিগর ফাতেমারা

দারিদ্র্য জয়ের স্বপ্ন নিয়েঃ আমরা জানি, আমাদের গ্রামীণ অর্থনীতির চালিকাশক্তি হয়ে নিরবেই নিরলস পরিশ্রম করে যান এদেশের হাজারো পল্লী গাঁয়ের লাখো নারীরা। আর্থ-সামাজিক উন্নয়নেও তাদের অমূল্য অবদান অনস্বীকার্য। অনেকটা নিজ উদ্যোগ আর প্রচেষ্টাতেই তারা এগিয়ে নিয়ে যাচ্ছে আমাদের গ্রামীণ অর্থনীতিকে। এমনই একজন ফাতেমা বেগম, দুই সন্তান আর স্বামীকে নিয়ে যার টানাটানির সংসার। এর মাঝে ছেলে আবার বুদ্ধি প্রতিবন্ধী (সুবর্ণ নাগরিক)। বসতবাড়ির জায়গা ছাড়া কোন কৃষি জমি না থাকাই তার স্বামীকে সারা বছর অন্যের ক্ষেতেই কাজ করে জীবিকা নির্বাহ করতে হয়। ফাতেম ভাবতে থাকে এভাবে আর কতো সে নিজেও তো কিছু করে পরিবারের আর্থিক অনটন কাটাতে ভূমিকা রাখতে পারে। সেই ভাবনা থেকেই সে গাভী পালনের সিদ্ধান্তে নেয় যার ফলে পরিবারের আর্থিক অনটনও ঘোচাবে আবার পুষ্টির চাহিদাও মেটানো যাবে। বাড়ির আঙ্গিনাতেই সে একটি ছোট্ট গোয়াল করেছে। কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় গাভী ক্রয়ের পুজি নিয়ে। স্বামীর আয় থেকে অনেক কষ্টে একটু একটু করে যা জমানো হয়েছে তাতে তো আর গাভী হবে না। তার এই ভাবনার কথা ঐ প্রকল্প গ্রামের সভাপতির মাধ্যমে জানতে পারে সংশ্লিষ্ট ইউনিয়ন সমাজকর্মী। তাঁর থেকে সব কিছু জেনে-শুনে যথাযথ নিয়ম মেনে পল্লী সমাজসেবা কার্যক্রমের আওতায় গাভী পালন স্কীম দিয়ে ফাতেমার স্বপ্ন পূরণে এগিয়ে আসে উপজেলা সমাজসেবা কার্যালয়, মুজিবনগর, মেহেরপুর। এমনি করেই হাজারো ফাতেমার স্বপ্ন পূরণ হোক সমাজসেবা অধিদফতরের মাধ্যমে।
গাভী পালন স্কীম তুলে দেয়া হচ্ছে ফাতেমার হাতে

No comments:

Post a Comment