Monday, July 22, 2019

সবার প্রিয় সিরাজুলের বেডিং স্টোর

গল্প নয় সতি-০৩ঃ সিরাজুল ইসলাম একজন শারীরিক প্রতিবন্ধী (সুবর্ণ নাগরিক)। জন্মগতভাবেই শারীরিক প্রতিবন্ধিতা নিয়ে বেড়ে ওঠা সিরাজ বর্তমানে একজন সফল ব্যবসায়ী। মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজারে গড়ে তুলেছেন তার বেডিং এর ব্যবসা যেখান কর্মসংস্থান হয়েছে আরো দু'জনের। লেপ, তোষক, বালিশ এবং প্রভৃতি সেলাইয়ের কাজ চলে এই দোকানে। ক্রেতা সাধারনের মাঝেও সিরাজের দোকানের তৈরি পণ্যের চাহিদাও বেশ। সবমিলিয়ে ভালোই চলছে তার ব্যবসা ও পরিবার। তবে এই গল্পের শুরুটা এতো ভালো ছিল না তার। শারীরিক প্রতিবন্ধী হওয়ার কারণে আর পাঁচ জন স্বাভাবিক মানুষের মতো ছিল না তার জীবন। জীবন জীবিকার জটিল সমীকরণ তার জন্য ছিল আরো কঠিন। এর মাঝে হয়ে গেছে নিজ পরিবার আর সন্তান-সন্ততি। সবার মুখে দু'বেলা দুমুঠো খাবার তুলে দিতে তাকে যে কিছু একটা করতেই হবে। সেই প্রত্যয় থেকেই তার মাথায় আসে একটি সেলাই মেশিন কিনতে পারলে এক জায়গাতে বসেই সে কোনরকমে হয়তো কিছু উপার্জন করে পরিবারের সবাইকে নিয়ে জীবনধারন করতে পারবে। তবে সেলাই মেশিন আর আনুষঙ্গিক উপকরণ ক্রয়ের মতো সামর্থ্য তো তার নেই। বিভিন্ন এনজিওর দোয়ারে ঘুরে হতাশ হন তাদের চড়া সুদের হার আর কিস্তির ধরণে। আশার প্রদীপ যখন নিভু নিভু করছে তখন সে জানতে পারে সমাজসেবার দগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসন কার্যক্রমের আওতায় সহজ শর্তে সুদমুক্ত  ঋণের কথা। তার আগ্রহ আর আশার বাস্তবায়নে এগিয়ে আসে উপজেলা সমাজসেবা কার্যলয়, মুজিবনগর, মেহেরপুর। সমাজসেবার এই সুবর্ণ সেবা নিয়ে আজ সে সমাজের চোখে এক অনুকরণীয় উদাহরণ। 
সিরাজের (মাঝে) দোকানে আজ কার্যক্রম বোর্ড লাগানো হয়

No comments:

Post a Comment