Monday, July 15, 2019

প্রতিবন্ধিতাকে জয় করেছেন ফ্রান্সিস দফাদার

গল্প নয় সত্যিঃ ফ্রান্সিস দফাদার একজন শারীরিক প্রতিবন্ধী (সুবর্ণ নাগরিক)। জন্মগত শারীরিক অস্বাভাবিকতা নিয়ে বেড়ে ওঠা ফ্রান্সিসেরও সমাজের আর পাঁচ জন স্বাভাবিক মানুষের মতোই স্বপ্ন ছিল বড় হয়ে তার অভাবী পরিবারের হাল ধরা আর কারো কাছে বোঝা না হওয়া। নিজে কিছু করে তার দুঃখিনী মায়ের মুখে হাসি ফুটানোর অদম্য ইচ্ছে থাকলেও বাধা হয় আর্থিক অনটন। কিন্তু সে দমে যাওয়ার পাত্র নয়। নিজের শারীরিক সক্ষমতার সাথে সামঞ্জস্য এমন কিছু করার জন্য সে দিন-রাত ভাবতে থাকে। যদি সে কিছু টাকা পেত তাহলে বাড়ির পাশেই একটি চায়ের দোকান করতো। এরই মধ্যে তার সাথে যোগাযোগ হয় সংশ্লিষ্ট ইউনয়নের সমাজকর্মীর সাথে। তার নিজের পায়ে দাড়ানোর অদম্য ইচ্ছের কথা শুনে তাকে আমাদের দগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসন কার্যক্রমের আওতায় সুদমুক্ত ক্ষুদ্র ঋণের বিস্তারিত বলেন আমাদের ইউনিয়ন সমাজকর্মী। সে এই সেবার বিষয়ে জেনে খুবই খুশি হয় এবং ক্ষুদ্র ব্যবসার উপর গতবছর একটি স্কীম গ্রহন করে। এবং এই টাকা দিয়ে শুরু করে তার স্বপ্ন জয়ের যাত্রা। বাড়ির পাশেই দোকান করে এবং শুরু হয় তার চায়ের ব্যবসা। এখান থেকেই তার যা আয় হয় তা দিয়ে ভালোই চলছে মাকে নিয়ে তার ছোট্ট পরিবার। মায়ের দায়িত্ব নিতে পেরে সে নিজেও খুশি আর ছেলে কারো বোঝা নয় এই ভেবে মাও খুশি। এভাবেই হাজারো মায়ের মুখে হাসি ফুটিয়ে চলেছি আমরা সারা দেশ ব্যাপী। 

No comments:

Post a Comment