Sunday, November 24, 2019

দগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসন কার্যক্রমঃ স্বপ্ন পূরণে সুবর্ণ সেবা

সুবর্ণ সেবাঃ দগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের আত্ন-কর্মসংস্থান এবং পুনর্বাসনে এক অনন্য উদ্যোগ সুদমুক্ত ক্ষুদ্রঋণ কার্যক্রম যাকে টিম মুজিবনগর নাম দিয়েছে সুবর্ণ সেবা। আজ এই সেবার একটি স্কীম তুলে দেয়া হল সুবর্ণ নাগরিক (দৃষ্টি প্রতিবন্ধী) নাজমুলের হাতে। বাবার মৃত্যের পর মাকে নিয়ে চলছে নাজমুলের জীবন সংগ্রাম। বাড়ির পাশেই তার ছোট্ট চা-বিস্কিটের দোকান। এই দোকানই তার শত স্বপ্নের সিড়ি যার উপর ভর করে সে এগিয়ে যেতে চাই। তাই তো পরিকল্পনা করেছে দোকানে কিছু মুদি সামগ্রী তোলার জন্য যাতে তার ব্যবসার পরিসর বাড়ে আর সামনের দিকে এগিয়ে যাওয়া যায়। ছোট্ট দোকানি তাই তো সে চাই না বড় কোন ঋনের বোঝা মাথায় নিতে।এক প্রতিবেশীর মাধ্যমে সে আমাদের অফিসে আসে এবং তার প্রয়োজ়নের কথা আমাকে জানাই। তার আবেদনের প্রেক্ষিতে জরিপ কার্য সম্পন্ন করে এবং প্রয়োজ়নীয় প্রক্রিয়া মেনে আজ তার হাতে তুলে দেয়া হয় দগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসন কার্যক্রম (সুবর্ণ সেবা) এর ১০০০০/- ক্ষুদ্র ব্যবসার আর্থ-সামাজিক স্কীম। এভাবেই স্বপ্ন পূরনের সিড়ি হয়ে সুবর্ণ সেবা নিয়ে শত মুখে হাসি ফোটাতে চাই টিম মুজিবনগর।

No comments:

Post a Comment