Monday, October 21, 2019

সুবর্ণ সেবা- প্রতিবন্ধিতা জয়ের নায়ক কাজ়ী রফিকুল ইসলাম

গল্প নয় সত্যিঃ দুর্ঘটনায় পা হারিয়ে কাজী রফিকুল ইসলামকে বরণ করে নিতে হয় প্রতিবন্ধিতার নির্মম গ্লানি।হঠাৎ ফিকে হয়ে যায় স্বাভাবিক জীবনের স্বপ্ন। চিন্তা আর ভাবনায় শুধু কী নিজে আর নিজের করুন দশা? না, সবকিছু ছাপিয়ে পরিবার-পরিজন। কীভাবে চলবে জীবন সংসার? এ ভাবনাতেই যেন সর্বদা আচ্ছন্ন হয়ে থাকা। তাই, জীবনের প্রয়োজনে প্রতিবন্ধিতাকে জয়ে দৃঢ় প্রতিজ্ঞ তিনি। মোটামুটি সুস্থ হয়ে শুরু করন ছোট্ট মুদি ব্যবসা। চলাফেরার জন্য বেছে নিতে হয় হাতে ভরা করা স্ক্র্যাচার। এভাবেই চলতে থাকে ছোট্ট ব্যবসা ঘিরে বড় স্বপ্ন দেখা। কিন্তু পুঁজি তো স্বল্প! আর কিছু টাকা হলে আরেকটু স্বাচ্ছন্দ্যে এগিয়ে নেয়া যেত স্বপ্নের ব্যবসাটাকে।এই ছোট্ট ব্যবসায় আবার ছোট ঋণের বড় সুদের বোঝা- সেটাও তো কম ভাবনার নয়! এভাবেই চলতে থাকে দিনগুলো চিন্তার দোলাচালে। এরই এক পর্যায়ে তিনি আমাদের দগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসন কার্যক্রমের সেবা সম্পর্কে অবহিত হন। এবং আমাদের এর সুদমুক্ত ক্ষুদ্রঋণের আর্থ-সামাজিক স্কীম গ্রহন করে্ন। আমাদের এ সেবা তার কাছে তেমনটিই মনে হয়েছে তিনি যেমনটি চাচ্ছিলেন।তাইতো, আজ় তিনি তার স্বপ্নের দোকানটাকে সাজাতে পেরেছেন মনের মত করে। এখন তিনি সমাজের কাছে প্রতিবন্ধিতা জয়ের নায়ক। স্যালুট কাজী রফিকুল ইসলাম।

1 comment: