Tuesday, September 24, 2019

ডলার মল্লিক Disable নয় বরং Differently Able

গল্প নয় সত্যিঃ ইংরেজি 'Disable' শব্দটি ব্যবহৃত হয় বাংলা 'প্রতিবন্ধী' শব্দটিকে বোঝানোর জন্য। কিন্তু মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের ভবরপাড়া গ্রামের ডলার মল্লিক প্রমাণ করেছেন সে Disable নয় বরং  #Differently Able# যার অর্থ ভিন্ন ভাবে সক্ষম। শারীরিক প্রতিবন্ধিতার সুবর্ন নাগরিক পরিচয়পত্র প্রাপ্ত ডলার মল্লিক নজির স্থাপন করেছেন দারিদ্র্য জয়ের এক অনুপ্রেরণা হয়ে। হস্তচালিত ট্রাই সাইকেল এ যার চলাফেরা সে নিয়েছেন পরিবারের বাব-মা আর স্ত্রী-সন্তানের দায়িত্ব। এ যেন এক অনন্য সাফল্য সমাজসেবা অধিদফতরের দগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসন কার্যক্রমের। স্থানীয় ভবরপাড়া গ্রামে স্বল্প পরিসরে মুদির দোকান ডলার মল্লিকের যেখানেই অহর্নিশ বুনেন দারিদ্র্য জয়ের গল্প গাথা। আর তার  স্বপ্নকে সত্যি করতে অত্যন্ত আন্তরিকতার সাথে পাশে দাড়িয়েছে উপজেলা সমাজসেবা কার্যালয়, মুজিবনগর, মেহেরপুর। আজ তার হাতে আর্থ-সামাজিক স্কীমের আওতায় ক্ষুদ্র ব্যবসার জন্য ২০০০০/- টাকা বিনিয়োগ করা হয়। আমাদের চারপাশে ডলার মল্লিকের মত এমন অনেক #Differently Able# সুবর্ন নাগরিক আছেন যাদের জীবনের গল্প হতে পারে অন্যের জন্য জীবন যুদ্ধে জয়ী হওয়ার মূলমন্ত্র। তাই, আসুন আমরা তুলে ধরি এসকল #Differently Able ব্যক্তিদের জীবনের গল্প। ধন্যবাদ


1 comment: